jannatbd.com https://www.jannatbd.com/2022/12/blog-post_8.html

প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় - প্রাকৃতিক শ্যাম্পু তৈরি

প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় বা প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া জানতে চাইলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজকে আমি আলোচনা করব প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় বা প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া। প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় বা প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া অনেকেই জানতে চেয়েছেন। 

এছাড়াও আরো প্রাকৃতিক শ্যাম্পুর উপকারিতা সম্পর্কেও জানতে পারবেন। চলুন তাহলে দেখে নেই প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় বা প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া কী। 

পেজ কনটেন্ট সূচিপত্র: প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় - প্রাকৃতিক শ্যাম্পু তৈরি 

চুলের যত্নে প্রাকৃতিক শ্যাম্পু নাকি বাজারের শ্যাম্পু

প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে  এই শ্যাম্পু তৈরি করা হয় বলে একে প্রাকৃতিক শ্যাম্পু বলে। আজকাল বাজারের শ্যাম্পুতে প্রচুর পরিমাণে ক্যামিক্যাল থাকে। যা ব্যবহারের ফলে দিন দিন চুল ড্যামেজ হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল জাতীয় পন্য ব্যবহার করার ফলে চুলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, মাথার চুল ঝড়ে পড়তে পারে। 

আরো পড়ুন: চুল ঘন করার উপায় ৭ দিনে - চুল পড়া বন্ধ করার উপায়

আর এই ড্যামেজ চুল কে রিপেয়ার করতে প্রাকৃতিক চুলের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক শ্যাম্পু গুলো ব্যবহারে আপনার চুলের সৌন্দর্য না বাড়লেও আপনার চুলের কোনো ক্ষতি হবে না। এজন্য চুলের যত্নে প্রাকৃতিক শ্যাম্পুর গুরুত্ব অপরিসীম।

প্রাকৃতিক শ্যাম্পুর উপকারিতা 

প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় ও প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া গুলো জানার আগে আমি বলবো এই শ্যাম্পুর উপকারিতা গুলো নিয়ে। 

  • চুলকে ঝলমলে ও মসৃণ করবে 
  • চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করবে 
  • চুল পড়া রোধ করতে সাহায্য করবে
  • চুলের খুশকি দূর করবে 
  • চুল সোজা হতে সাহায্য করবে 
  • মাথার ত্বকে অ্যালার্জি সমস্যা থাকলে সেক্ষেত্রে আরাম দিবে 

প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় - প্রাকৃতিক শ্যাম্পু তৈরি 

প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। যেমন: রিঠা, শিকাকাই, মসুর ডাল, বেসন, মুলতানি মাটি, অ্যালোভেরা, লেবু ইত্যাদি। আজকে আমি কয়েকটি উপাদান দিয়ে প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় বলবো। চলুন তাহলে দেখে নেই প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় কী। প্রাকৃতিক শ্যাম্পু তৈরি:

রিঠা 

চুলের যত্নের রিঠার গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে। একটি বাটিতে গরম পানি নিয়ে তার ভিতরে ৬/৭ টি রিঠা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। এরপর সকালে গোসল করার সময় এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন। তেল দেওয়া চুলেও এই পানি ব্যবহার করতে পারবেন। 

শিকাকাই 

শিকাকাই এর গুঁড়া পানির সাথে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন। এটি আপনার চুল কে শ্যাম্পুর মতো পরিষ্কার করতে সাহায্য করবে।

বেসন 

এক কাপ পরিমাণে বেসন নিয়ে তা ফুটিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। এরপর সকালে সেই পানি দিয়ে চুলে শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। চুলের যত্নে এই শ্যাম্পুর ভূমিকা অপরিসীম। 

আরো পড়ুন: ১৫টি উপায়ে যেভাবে লম্বা হওয়া যায় - দ্রুত লম্বা হওয়ার উপায়

মসুরের ডাল 

মসুরের ডাল মিহি করে ব্লেন্ড করে তাতে দুই চা চামচ বেকিং সোডা এবং একটি লেবু সম্পূর্ণ নিয়ে একসাথে মিশিয়ে নিন। এরপর এটি চুলে শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন।

উপরের প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় গুলো ব্যবহার করে শ্যাম্পু বানালে সেই শ্যাম্পুতে কোনো ফেনা হবে না। কিন্তু আপনার চুল পরিষ্কার হবে। প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় ও প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া গুলো হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন।

খুশকি দূর করার ঘরোয়া উপায়

খুশকি দূর করার ঘরোয়া উপায় তৈরি করতে আপনাকে যেসব প্রস্তুত প্রণালী প্রয়োজন তা হলো অলিভ অয়েল ও লেবুর রস। 

একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে তা হালকা আঁচে গরম করে নিন। এক্ষেত্রে সরাসরি আগুনের ওপরে পাত্র দিয়ে তেল গরম করবেন না। এতে করে তেলের তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। একটি পাত্রে পানি দিবেন। এরপর পানির উপরে একটি বাটিতে করে তেল দিয়ে তা গরম করবেন। এই গরম তেলের সাথে লেবুর রস মিশিয়ে নিন। 

আরো পড়ুন: টিউমার ভালো করার ৯টি উপায় - টিউমার প্রতিরোধের উপায়

এরপর এই মিশ্রণটি চুলের গোড়ায় ২০ মিনিট ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। এই মিশ্রণটি শুধুমাত্র শুধু মাত্র খুশকি ই নয় তার পাশাপাশি চুলের গোড়ার  ফাঙ্গাস এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে। 

শেষ কথা: প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় - প্রাকৃতিক শ্যাম্পু তৈরি

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করেছি প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় ও প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া নিয়ে। আশাকরি পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন প্রাকৃতিক শ্যাম্পু বানানোর উপায় ও প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করার প্রক্রিয়া সম্পর্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ২২০৭০

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া