মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত - মুহাররম মাসের ইতিহাস
আজকের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে। যারা মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে জানেন না তাদের জন্য এই পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নিই মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচিপত্রঃ
- মুহাররম মাসের আলোচনা
- মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত
- মুহাররম মাসের ইতিহাস
- মুহাররম মাসের আমল
- মুহাররম রোজার নিয়ত
মুহাররম মাসের আলোচনা
আপনারা কি মুহাররম মাসের আলোচনা সম্পর্কে জানেন? হয়তো অনেকে মুহাররম মাসের আলোচনা সম্পর্কে অবগত নয়। মুহাররম মাস হলো ইসলাম বর্ষপঞ্জির ৪ মাস পর মধ্যে প্রথম মাস। পবিত্র চারটি মাস গুলে মধ্যে এটি একটি বরকতময় মাস। মুহাররম শব্দের অর্থ পবিত্র। মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস জানার আগে এ সম্পর্কে একটু আলোচন করি।
মুহাররম মাস মানে এর অর্থ দ্বারাই বোঝা যাচ্ছে যে এটি একটি পবিএ মাস। এই মাস গুলোতে আল্লাহ পাক অত্যাচার, জুলুম, খুন, ইত্যাদি থেকে নিজেদের কে মুক্তি রাখার কথা বলেছেন। কেননা এই মাসকে পবিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
পবিত্র কুরআনে শরীফে আল্লাহ তাআলা বলেন-
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ الله یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ. فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُم
আল্লাহ যেদিন আসমান যমীন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তাঁর বিধান মতে বারটি। তন্মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সহজ-সরল দ্বীন (-এর দাবি) অতএব তোমরা এ দিনগুলোতে নিজের উপর জুলুম করো না।... -সূরা তাওবা (৯) : ৩৬।
আরো পড়ুনঃ ১০০০টি ন দিয়ে ইসলামিক নাম
অতএব এ মাসটি অত্যন্ত পবিত্রময় মাস যে মাসে সকল জুলুম অবিচার নিষিদ্ধ। এখন আমরা মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে ধাপে ধাপে জানবো। মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস এগুলো জানার মাধ্যমে আপনি মুহাররম মাস সম্পর্কে সব ধারণা পেয়ে যাবেন।
মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত
ইসলামে মুহাররম মাসের অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা জানবো মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানার জন্য আমরা কিছু তথ্য জেনে নিব। মুহাররম মাস অত্যন্ত ফজিলত পূর্ণ মাস। এই মাসে অনেক ফজিলত রয়েছে। যেমন এই মাসে বেশি বেশি রোজা রাখা। তবে অনেকে শুধু মহাররম মাসের ১০ তারিখে রোজা রাখেন। কিন্তু এটা ঠিক নয়। বরং ৯, ১০ ও ১১ তারিখ রোজা রাখা উচিত।
মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত গুলো আপনি জানলে অবাক হবেন। এই মাসের গুরুত্ব ইসলামে অনেক বেশি। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসকে গুরুত্ব দেয়া এবং বেশি বেশি রোজা রাখা, নফল নামাজ পড়া, ইত্যাদি। এছাড়া মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা গুন্নাহ মাফের জন্য। বেশি বেশি ইস্তিগফার করা এই মাসের জন্য অধিক ফজিলতময়। আশা করি মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন।
যারা মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানার ইচ্ছে ছিল তারা এই পোস্টের 'মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত' এই প্যারাটি পড়লে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তাই মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়েন। যাতে মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত জানার পরে আপনারা আমল করতে পারেন। এখন আমরা ধাপে ধাপে মুহাররম মাসের ইতিহাস সহ আরো অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে জানবো।
মুহাররম মাসের ইতিহাস
আমরা পূর্বের প্যারায় জেনেছি মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে। মুহাররম মাস হলো অধিক ফজিলত পূর্ণ একটা মাস। তাই এই মাসটি অধিক ফজিলত পূর্ণ হওয়ার পেছনে মুহাররম মাসের ইতিহাস রয়েছে। তবে আপনারা আগে জেনে আসুন মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তারপরে জানুন মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে। তো চলুন আমরা মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে জেনে নিই।
১৪৪৪ বছর আগে হযরত মুহাম্মদ সাঃ ও তার অনুসারিরা মক্কা হতে মদিনাতে যেতে বাধ্য হন। এই দিনটি হলো মুহাররম এর প্রথম দিন। সেদিন নবী কারীম সাঃ কে ইসলাম প্রচারে বাধা দেয়া হয়। এদিনে শোক পালন করা হয় ইমাম হুসেনের মৃত্যুর জন্য। মুহররম মাসের অন্যতম দিন হলো ১০ তারিখ যাকে আশুরা বলে। আশুরার কারণে এই মাসটি অধিক গুরুত্ব হয়।
আরো পড়ুনঃ খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিন
এই দিনে হযরত মূসা (আঃ) ও বনি ইসরায়েল কে ফিরআউনের হাত থেকে রক্ষা করা হয়। তাই এই মাসে অধিক ঘটনার ভিত্তিতে পবিত্র করা হয়। অতএব এই মাসকে তোমরা গুরুত্ব দাও। মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে আশা করি জেনে গেছেন। তাই মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে জেনে নিতে 'মুহররম মাসের ইতিহাস' এই প্যারাটি পড়ুন। তাহলে আপনি জেনে যাবেন যে মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে। পরবর্তী প্যারায় আমরা মুহাররম মাসের আমল সম্পর্কে জানবো।
মুহাররম মাসের আমল
আমরা ইতিমধ্যেই জেনেছি মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত এবং মুহাররম মাসের ইতিহাস সম্পর্কে। এখন আমরা জানবো মুহাররম মাসের আমল সম্পর্কে। মুহাররম মাসের আমল হলো:
- অধিক রোজা রাখা। অর্থাৎ এ মাসে বেশি বেশি রোজা রাখা উচিত।
- বেশি বেশি নফল নামাজ পড়া। এই মাসে অধিকহারে নফল নামাজ পড়া উচিত।
- বেশি বেশি ইস্তেগফার পড়া। মুহাররম মাসে বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত।
- আল্লাহর কাছে নিজের গুন্নাহ মাফের জন্য তওবা করা, ইত্যাদি।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন