jannatbd.com https://www.jannatbd.com/2022/12/blog-post_55.html

কানের ব্যাথার ঔষধের নাম - কানের ব্যাথার হোমিও ঔষধের নাম

কানের ব্যাথার ঔষধের নাম ও কানের ব্যাথার হোমিও ঔষধের নাম জানতে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। বর্তমানে কানে ব্যথার কথা প্রায় মানুষের ই শোনা যায়। কানের ব্যাথার ঔষধের নাম ও কানের ব্যাথার হোমিও ঔষধের নাম লিখে অনেকেই গুগলে সার্চ দিচ্ছেন। এজন্য এখন আমি কানের ব্যাথার ঔষধের নাম ও কানের ব্যাথার হোমিও ঔষধের নাম সম্পর্কে বলবো।

কানের ব্যাথার ঔষধের নাম ও কানের ব্যাথার হোমিও ঔষধের নাম ছাড়াও আপনি আরো জানতে পারবেন কানে ব্যথা হলে কি করা উচিত,  কানে ব্যথা হওয়ার কারণ কি, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা, কানের ব্যথার কারণ সম্পর্কে।

পেজ কনটেন্ট সূচিপত্র: কানের ব্যাথার ঔষধের নাম - কানের ব্যাথার হোমিও ঔষধের নাম 

কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ

কানে ব্যথা কে ২ ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো বাচ্চাদের অপরটি হলো বড়দের। ২ টা কানে ব্যথা ২ রকমের হতে পারে। যেমন বাচ্চাদের কানে ব্যথার সাথে জ্বর, সর্দি, কাশি থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরাই বেশি কানা ব্যথায় আক্রান্ত হয়। আমাদের কানে তিনটি কর্ণ রয়েছে। এগুলো হলো বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। কানে ব্যথা সাধারণত বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের সমস্যার কারণে হতে পারে।

কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ অনেকেই জানেন না। কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ জানতে মনোযোগ দিয়ে পড়ুন। কেননা এখন আমি বলবো কানে ব্যথা হওয়ার কারণ কি অথবা কানের ব্যথার কারণ। চলুন তাহলে দেখে নেই কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ। কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ:

  • কানে অত্যধিক পরিমাণে ময়লা জমলে কানে ব্যথা হতে পারে। এটি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে
  • সুইমিং পুল বা পুকুরে গোসল করার ফলে কানে জল ঢুকে ইনফেকশন করলে কানে ব্যথা হতে পারে 
  • অতিরিক্ত পরিমাণে কান খোঁচাখুঁচি করা কানে ব্যথার কারণ 
  • কানের হারের ভিতরে ইনফেকশন হওয়া কানে ব্যাথার কারণ 
  • খুব জোরে কানে চড় বা থাপ্পড় দিলে অথবা অন্য কোনো আঘাত করা কানের ব্যথার কারণ
  • কানের মধ্যকর্ণের প্রদাহের কারণে কানে ব্যথা হতে পারে  
  • কানের আশেপাশের কোন অঙ্গের সমস্যার কারণে কানে ব্যথা হতে পারে। যেমন দাঁতে ব্যথা থেকে কানের ব্যথা হতে পারে
  • গলার টনসিলের ইনফেকশন হতে পারে আপনার কানের ব্যথার কারণ

কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। কানের ব্যাথার ঔষধের নাম, কানে ব্যথা হলে কি করা উচিত, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা জানতে আমাদের সাথেই থাকুন।

কানে ব্যথা হলে কি করা উচিত

কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর মধ্যে অন্যতম। যেকোনো ধরনের শব্দ আমরা কানের মাধ্যমে শুনতে পাই। তাই কানের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকেরই খুবই জরুরী। কান নিয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে। 

কানে ব্যথা হলে কি করা উচিত  তা অনেকেই জানেন না। কানে ব্যথা হলে কি করা উচিত  তা এখন আমি বলবো। আপনারা যারা কানে ব্যথা হলে কি করা উচিত  তা জানতে চান তারা মনোযোগ সহকারে পড়ুন। কানে ব্যথা হলে কি করা উচিত: কানে ব্যথা হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হয়ে কানের ব্যাথার ঔষধের নাম, কানের ব্যাথার হোমিও ঔষধের নাম জেনে তা সেবন করতে হবে। 

আরো পড়ুন: শরীর সম্পর্কে ১০টি অজানা তথ্য যা আপনিও জানেন না

কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ গুলোর মধ্যে আমি বলেছি যে অনেকেই কাঠি, ক্লিপ দিয়ে কান খোঁচাখুঁচি করেন। কাঠি, ক্লিপ, পাখির পালক দিয়ে কান পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যারা গ্ৰামে থাকে তারা অনেকেই পাখির পালক দিয়ে কান পরিষ্কার করেন। একটি এটি একটি অপরিষ্কার জিনিস এটি দিয়েই কান পরিষ্কার করলে কানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কানে ব্যথা হলে কি করা উচিত তার মধ্যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, পুকুর বা সুইমিং পুলে গোসল করা পরিহার করতে হবে, কান খোঁচাখুঁচি বন্ধ করতে হবে, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলো অবলম্বন করতে হবে। কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ গুলোর মধ্যে বলেছিলাম যে অনেকের ই পুকুর বা সুইমিং পুলে গোসল করার ফলে কানে ব্যথা হয়। 

কানে ব্যথা হলে কি করা উচিত  আশাকরি তা বুঝতে পেরেছেন। এছাড়াও কানে ব্যথা হওয়ার কারণ কি তা পূর্বেই বলা হয়েছে। পরবর্তীতে আরো জানতে পারবেন  কানের ব্যাথার ঔষধের নাম, কানের ব্যাথার হোমিও ঔষধের নাম, কানে ব্যথা হলে কি করা উচিত, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। কানের ব্যাথার ঔষধের নাম, কানের ব্যাথার হোমিও ঔষধের নাম, কানে ব্যথা হলে কি করা উচিত, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা জানতে আমাদের সাথেই থাকুন।

কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা

কানে ব্যথার যন্ত্রণা খুবই অসহ্যকর। কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলো কানে ব্যথা থেকে ঝটপট মুক্তি দিতে পারে। কানে ব্যথা হলে কি করা উচিত, কানে ব্যথা হওয়ার কারণ কি বা কানের ব্যথার কারণ গুলো পূর্বেই বলেছি। কানে ব্যথা হলে কি করা উচিত  তার মধ্যে কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা অন্যতম। এখন আমি এই কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলো দেখে নেয়া যাক।

অলিভ অয়েল 

কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলোর মধ্যে অন্যতম কার্যকর একটি উপাদান হলো অলিভ অয়েল। কানের ভিতর দুই তিন ফোটা অলিভ অয়েল ঢেলে দিন। অথবা কটন বাডে অলিভ অয়েল ভিজিয়ে কানের ভিতর লাগিয়ে নিন।

রসুন

যেকোনো প্রকার ব্যথা বেদনা থেকে রসুন ঝটপট মুক্তি দিতে পারে। ২ টেবিল চামচ তিলে তেলের সাথে এক চা চামচ রসুন নিয়ে ফুটিয়ে নিন। এরপর তেলটি ঠান্ডা করে দুই তিন ফোটা কানে দিন। কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলোর মধ্যে এটি অন্যতম।

আরো পড়ুন: বিশ্ব ডায়াবেটিস দিবস কবে - বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২

গরম পানি 

যে কোন প্রকার ব্যাথা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য গরম পানির সেক খুব ই ভালো কাজ করে। হট ওয়াটার বোতলে পানি হালকা গরম করে কানে চেপে ধরুন। অথবা গরম পানির ভিতরে একটি কাপড় ভিজিয়ে তা নিংড়ে কানে চেপে ধরুন। কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা গুলোর মধ্যে এটি ঝটপট আরাম দিবে।

আদা 

আদার রস বের করে তা দুই তিন ফোঁটা কানে দিন। এতে করে ব্যথা কমে আরাম দিবে 

পুদিনাপাতা 

পুদিনা পাতার রস বের করে ড্রপে নিয়ে দুই তিন ফোটা কানে দিন। অথবা পুদিনা পাতার রস এর মধ্যে কটন বাড ভিজিয়ে কানের চারপাশে লাগান।

কানের ব্যাথার ঔষধের নাম 

আপাত দৃষ্টিতে কানে ব্যথা খুব ই একটি সাধারণ মনে হলেও এটি হতে পারে কোনো জটিল সমস্যা। বিভিন্ন কারণে কানে ব্যথা হতে পারে। আপনার ঠিক কোন কারনে কানে ব্যথা সেটা আগে জানতে হবে। এজন্য কানে ব্যথা হলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবেন।

ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করতে পারবে আপনি কোন ধরনের কানে ব্যথায় ভুগছেন। অনেক সময় কানের পর্দায় ছিদ্র হওয়ার কারণে ও কানে ব্যথা হতে পারে। এক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে।  কানের ব্যাথার ঔষধের নাম অনেকেই জানতে চেয়েছেন। কিন্তু কানে ব্যথা হলে  কানের ব্যাথার ঔষধের নাম জেনে আন্দাজে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে যান। 

আরো পড়ুন: টিউমার ভালো করার ৯টি উপায় - টিউমার প্রতিরোধের উপায়

তবে আপনি যেহেতু  কানের ব্যাথার ঔষধের নাম জানতে চেয়েছেন তাই আমি কিছু নাম বলতে দিচ্ছি।  কানের ব্যাথার ঔষধের নাম হলো: ডক্সিক্যাপ। এই ডক্সিক্যাপ ঔষধ টি কানে ব্যথা কমবে তবে সাথে আপনাকে একটি নাপাও খেতে হবে। কিন্তু আমি বলব আগেই কোন ঔষধ না খেয়ে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। 

কানের ব্যাথার হোমিও ঔষধের নাম 

বাচ্চাদের কানে ব্যথার কারণে বাচ্চা যদি করুণ সুরে কান্না করে অর্থাৎ বাচ্চার কানে যদি প্রচন্ড পরিমানে ব্যথা হয় তাহলে হোমিও ডাক্তাররা Pulsatilla Nigricans 30 CH কানের ব্যাথার হোমিও ঔষধের নাম বলে থাকেন। কানের ব্যাথার হোমিও ঔষধের নাম কি জেনে রোগীকে কিনে খাওয়ালে কানের ব্যথা প্রশমিত হবে। 

আবার বাচ্চা যদি কানে ব্যথার কারণে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে তখন Chamomila কানের ব্যাথার হোমিও ঔষধের নাম টি দিয়ে থাকেন। 

শেষ কথা: কানের ব্যাথার ঔষধের নাম - কানের ব্যাথার হোমিও ঔষধের নাম 

আমাদের আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কানের ব্যাথার ঔষধের নাম, কানের ব্যাথার হোমিও ঔষধের নাম, কানে ব্যথা হলে কি করা উচিত,  কানে ব্যথা হওয়ার কারণ কি, কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা, কানের ব্যথার কারণ সম্পর্কে। আর্টিকলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বলে তারাও জানতে পারবে কানে ব্যথা হওয়ার কারণ কি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। ২২০৭০

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া