jannatbd.com
https://www.jannatbd.com/2022/12/blog-post_54.html
কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায়
আজকের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় বা গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব সে সম্পর্কে। তো যারা কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় বা গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব সেটি জানেন না তাদের জন্য এই পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় বা গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব তা সম্পর্কে জেনে নিই।
পোস্ট সূচিপত্রঃ
- গুগল একাউন্ট কি
- গুগল একাউন্টের সুবিধা
- গুগোল একাউন্ট কিভাবে খোলা যায়
- গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব - কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায়
- গুগল একাউন্ট নিয়ে শেষকথা
গুগল একাউন্ট কি
গুগল একাউন্ট খোলা বা কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সে সম্পর্কে জানার আগে আমাদের কে জানতে হবে গুগল একাউন্ট কি সে সম্পর্কে। গুগল একাউন্ট হলো গুগলের প্রদান কৃত যেসব সার্ভিস এর মধ্যে গুগল একাউন্ট এর প্রয়োজন হয় সেখানে এই গুগল এর একটি একাউন্ট প্রয়োজ হয়। এটিকেই মূলত গুগল একাউন্ট বলা হয়ে থাকে। গুগলের যেসব সার্ভিস বা অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে সেখানে লগইন বা একাউন্ট খোলার জন্য এই গুগল একাউন্ট এর প্রয়োজন হয়। যেমন গুগল প্রদত্ত প্লে স্টোর।
আরো পড়ুনঃ ভবিষ্যৎ কম্পিউটার কেমন হবে
এখানে গুগল একাউন্ট ছাড়া খোলা যায়না। এছাড়াও একটি স্মার্টফোন এর জন্য গুগল একাউন্ট অনেকটা দরকারি। আশা করি আপনারা গুগল একাউন্ট কি তা সম্পর্কে বিস্তারিত ভাবে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা গুগল একাউন্ট কিভাবে খুলবো ও কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সে সম্পর্কে জানবো। তাই পরবর্তীতে আমরা গুগল একাউন্ট কিভাবে খুলবো ও গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব ও গুগল একাউন্টের সুবিধা সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ পোস্টের সাথে থাকুন।
গুগল একাউন্টের সুবিধা
আপনারা কি জানেন গুগল একাউন্টের সুবিধা সম্পর্কে? বর্তমানে সকল অনলাইন সাইটে গুগল একাউন্টের কোনো বিকল্প নেই। আপনি যেখানেই যান সেখানেই গুগলের দরকার রয়েছে। বিশেষ করে আমরা যারা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করি তারা তো গুগল একাউন্ট ছাড়া বলতে গেলে প্রায়ই অচল। গুগল একাউন্ট এর সুবিধা গুলো জানতে হলো এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। বর্তমানে অনলাইন ভিত্তিক বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইত্যাদি সাইটে গুগলের দরকার হয়।
এছাড়া বিশ্বের সেরা ইনকাম সাইট অনলাইনে অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য ব্যবস্থা কৃত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এগুলো তেও গুগল একাউন্ট ছাড়া একাউন্ট খোলা যায়না। আপনি যদি টাকা ইনকাম এর উদ্দেশ্য একটি গুগল এডসেন্স একাউন্ট খুলেন সেখানেও গুগল একাউন্ট এর দরকার হবে। এক কথায় বলতে গেলে প্রায়ই জায়গায় গুগল একাউন্ট এর প্রয়োজন আছে। যেটির মাধ্যমে আপনি নানা সুবিধা ভোগ করতে পারবো। আশা করি গুগল একাউন্টের সুবিধা গুলো বুঝতে পেরেছেন। নিচে আমরা গুগল একাউন্ট কিভাবে খোলা যায় তা জানবো।
গুগল একাউন্ট কিভাবে খোলা যায়
আপনারা যারা গুগল একাউন্ট কিভাবে খোলা যায় তা জানেন না তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নিই গুগল একাউন্ট কিভাবে খোলা যায় সেটি। গুগল একাউন্ট খোলার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে। সেগুলো হলো একটি স্মার্টফোন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ। অন্যটি হলো ইন্টারনেট কানেকশন। এগুলো থাকলে গুগল একাউন্ট খোলা একূম সিম্পল। গুগল একাউন্ট খোলার নিয়ম সমূহ হলোঃগুগল ২ ভাবে খোলা যায়। প্রথম টি হলো For myself আর দ্বিতীয় টি হলো To manage a buisness. আপনি যদি নিজের জন্য খোলেন তাহলে প্রথম অপশন আর ব্যবসার জন্য হলে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন।
- প্রথমে gmail এ যান।
- তারপরে Add account a device
- এরপরে ক্লিক করুন Create Account এ ক্লিক করে For myself/ manage a buisness এ ক্লিক করুন।
- এরপরে First name ও last name দিয়ে date of birth ও gender select করুন।
- এরপর আপনার মতো করে একটি ইমেল ঠিকানা তৈরি করুন।
- এরপর password দিয়ে google terms গুলো পড়ে accept এ ক্লিক করলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
আরো পড়ুনঃ ১৫০টি সেরা বাংলাদেশের ব্লগ সাইট
আশা করি গুগল একাউন্ট কিভাবে খোলা যায় বুঝতে পেরেছেন। এখন আমরা জেনে নিবো কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সে সম্পর্কে।
গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব - কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায়
আপনি যদি না জানেন যে কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় বা জানতে চান যে গুগল একাউন্ট কিভাবে ডিলিট করব তাহলে এ পোস্ট টি অনেক হেল্পফুল হবে আপনার জন্য। আপনি এই প্যারায় জানতে পারবেন কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সে সম্পর্কে। তো যারা এখনো শিখেন নাই কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় তাহলে এখনই শিখে নিতে পারবেন কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সেটা। কারণ এটা আমাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন শিখে নিই কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সেটি।
গুগল একাউন্ট কিভাবে ডিলিট করবো এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে-
১.গুগলে গিয়ে আপনার পাসওয়ার্ড ও নাম্বার বা ইউজার নেম দিয়ে লগইন করুন। তারপরে
২.আপনি এই অপশনে ক্লিক করুন।
৩.এখন Delete a service or your account এ অপশনে ক্লিক করুন।
৪.এই অপশনে ক্লিক করুন অর্থাৎ Delete your account এ অপশনে।
৫.Delete account এখানে ক্লিক করুন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় সে সম্পর্কে। যদি বুঝতে কোনো সমস্যা হয় যে তাহলে কমেন্টে জানাবেন।
গুগল একাউন্ট নিয়ে শেষকথা
আপনি যদি উপরের দেখানো নিয়ম গুলো ভালো ভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনি গুগল একাউন্ট কিভাবে খোলা যায়, কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় এ সহ আরো অন্যান্য বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন। আশা করি আপনারা পোস্টটি পড়ে উপকৃত হবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ও ২০২২
আপনি যদি এই পোস্ট থেকে কিছু শিখতে পারেন তাহলে পোস্ট শেয়ার করতে ভুলবেন না। আর হে যদি পোস্ট সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 18801
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন