মহিলা সাহাবীদের জীবনী - মহিলা সাহাবীদের অবদান
আজকের পোস্টে আপনারা জানতে পারবেন মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে। তো যারা মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানেন না তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচিপত্রঃ
- ইসলামে মহিলা সাহাবী
- মহিলা সাহাবীদের জীবনী - মহিলা সাহাবীদের ঘটনা
- মহিলা সাহাবীদের অবদান
- মহিলা সাহাবীদের গুরুত্ব
- মহিলা সাহাবী নিয়ে শেষকথা
ইসলামে মহিলা সাহাবী
- হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ)
- হযরত উম্মে ওয়ারাকা বিনতে আবদুল্লাহ (রা.)
- আসিয়া (আ.)
- মরিয়ম বিনতে ইমরান (আ.)
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
- আয়েশা (রা.)
- ফাতিমা (রা.)
- হাফসা (রা.)
- উম্মে সুলাইম (রা.)
মহিলা সাহাবীদের জীবনী - মহিলা সাহাবীদের ঘটনা
হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ) :
হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ) এর আসল নাম হলো হোযাফা। তবে শায়মা বলেই তিনি সবার কাছে পরিচিত ছিল। হোযাফা হলেন নবীজির দুধবোন এবং হারেস ইবনে আবদুল ওয্যা ইবনে রেফা-আর মেয়ে। ইসলাম কিছুটা শক্তি অর্জন করলে একদল আক্রমণকারী নিষ্কর দল বনু হাওয়াজেন গোত্রের ওপর আক্রমণ করে। তখন শায়মা ও হস্তান্তরিত হয় অন্যদের মতো। তখন আ-হযরত এর খেদমতে থাকলে তিনি বলেন আমি আপনার দুধ বোন রাসুলুল্লাহ!তখন কিছু প্রমাণ দেখাতে বললে শায়মার চোখে জল চলে আসে। তারপর আ-হযরত কে বসতে দেয়া হলো এবং রাসুলুল্লাহ তাকে বললেন আপনি থাকতে চাইলে আপনি ইজ্জতের সহিত থাকতে পারেন ও কোথাও যেতে চাইলে সেখানেও পোছেঁ দেয়া হবে। তিনি পৌঁছে দেয়াকে পছন্দ করেন। তখনই তিনি ইসলাম গ্রহণ করেন। তারপর রাসুলুল্লাহ তাকে কিছু টাকা, বকরি দিয়ে তাকে বিদায় দেন।
এছাড়া আরো মহিলা সাহাবীদের জীবনী জানতে পুরো পোস্টের সাথে থাকুন। আশা করি আপনারা আজকের পোস্ট এর মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি মহিলা সাহাবীদের জীবনী সম্পর্কে না বুঝেন তাহলে আরো ভালো ভাবে পোস্টটি পড়ুন। এছাড়াও আরো জানতে পারবেন নিচের প্যারায় মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে। মহিলা সাহাবীদের অবদান ও মহিলা সাহাবীদের কাহিনী আমরা ধাপে ধাপে জানবো।
মহিলা সাহাবীদের অবদান - মহিলা সাহাবীদের কাহিনী
ইসলামের মধ্যে পুরুষ সাহাবীদের মতো মহিলা সাহাবীদের অবদান রয়েছে। সে মহিলা সাহাবীদের কাহিনী গুলো আজকে জানবো। তারা ইসলামের জন্য অনেক কিছু করেছেন। পুরুষ এর ন্যায় তারাও নানা ভাবে ইসলাম প্রচারে সচেষ্ট ছিল। তো আমাদের মধ্যে যারা রয়েছেন যে মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানেন না বা মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে তাদের জন্য আজকের পোস্টের 'মহিলা সাহাবীদের অবদান' এই প্যারাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানার জন্য এই টপিকটি মনোযোগ সহকারে পড়ুন। মহিলা সাহাবীদের অবদান গুলো হলো-
ইসলাম ও সমাজ প্রতিষ্ঠায় যিনি বিশেষ ভাবে মহিলা সাহাবীদের অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হলো হজরত খাদিজা বিনতে খুওয়াইদিল (রা.)। তিনি নবয়তের পূর্বে নিজের সম্পত্তি অসহায়দের জন্য বিলিয়ে দিয়েছেন। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নে সদা ভূমিকা রেখেছেন। আরেকজন সাহাবী হলো হজরত ফাতেমা বিনতে খাত্তাব (রা.) যিনি মহিলা সাহাবীদের অবদান এর মধ্যে অন্যতম। তিনি আরবের নারীদের কে অশালীন ও বিভিন্ন অপকর্ম থেকে বাচিয়ে রাখতে অধিক ভূমিকা রাখেন।
আরো পড়ুনঃ ১০০টির বেশি কুরবানি ঈদের বয়ান
মহিলা সাহাবীদের অবদান এ যিনি অনন্য অবদান রেখেছে তার মধ্যে একজন হলো সুমাইয়া বিনতে খায়্যাত (রা.)। তিনি দ্বীনের জন্য প্রথম শাহাদাত বরণকারী নারী। এছাড়াও আরে অনেক সাহাবী আছে যারা মহিলা সাহাবীদের অবদান এর মধ্যে খ্যাত। আশা করি আপনারা আজকে মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জেনেছেন। এছাড়াও মহিলা সাহাবীদের অবদান ও মহিলা সাহাবীদের কাহিনী এবং মহিলা সাহাবীদের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টের সাথে থাকুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন