jannatbd.com https://www.jannatbd.com/2022/12/blog-post_41.html

মহিলা সাহাবীদের জীবনী - মহিলা সাহাবীদের অবদান

আজকের পোস্টে আপনারা জানতে পারবেন মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে। তো যারা মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানেন না তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে বিস্তারিত। 

পোস্ট সূচিপত্রঃ

ইসলামে মহিলা সাহাবী

ইসলামে পুরুষ সাহাবীদের মতো ইসলামে মহিলা সাহাবী ও রয়েছে। ইসলামে মহিলা সাহাবী দের জীবনের ঘটনা গুলো প্রায় পুরুষ এর মতো। পুরুষ সাহাবীদের মতো ইসলামে মহিলা সাহাবী দের ও জীবনিতে অনেক কৃতিত্ব রয়েছে। তো আমরা মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানার আগের কয়েক জন মহিলা সাহাবীদের নাম জেনে নিবো। তারপরে মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে আলোচনা করা হবে। ইসলামে মহিলা সাহাবী দের নাম হলোঃ
  • হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ)
  • হযরত উম্মে ওয়ারাকা বিনতে আবদুল্লাহ (রা.)
  • আসিয়া (আ.)
  • মরিয়ম বিনতে ইমরান (আ.)
  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
  • আয়েশা (রা.)
  • ফাতিমা (রা.)
  • হাফসা (রা.)
  • উম্মে সুলাইম (রা.)
উপরে কয়েকজন ইসলামে মহিলা সাহাবী দের নাম দেওয়া হলো। এছাড়াও আরো অনেক মহিলা সাহাবী রয়েছে। এখন আমরা ধাপে ধাপে মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের অবদান এবং মহিলা সাহাবীদের ঘটনা সম্পর্কে জানবো।

মহিলা সাহাবীদের জীবনী - মহিলা সাহাবীদের ঘটনা

পূর্বে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হয়েছে। এখন আমরা তার মধ্যে কয়েকজন মহিলা সাহাবীদের জীবনী সম্পর্কে জানতে পারবো। তো যারা অনেক জানতে চেয়েছিলেন যে মহিলা সাহাবীদের জীবনী বা মহিলা সাহাবীদের ঘটনা নিয়ে৷ তাদের জন্য আজকের পোস্টের 'মহিলা সাহাবীদের জীবনী' এই প্যারাটি অনেক হেল্পফুল হবে। এই প্যারার মাধ্যমে আপনারা কয়েকজন মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের ঘটনা সম্পর্কে ধারণা পাবেন। 

মহিলা সাহাবীদের জীবনে কি কি হয়েছে তা সম্পর্কে আপনি ধারণা পাবেন। তারা ইসলামের জন্য কি কি করেছে তাও আপনি মহিলা সাহাবীদের জীবনী থেকে জানতে পারবেন। আর আপনি যদি মহিলা সাহাবীদের জীবনী জেনে যান তাহলে আপনি অন্যজনকে ও মহিলা সাহাবীদের জীবনী সম্পর্কে বলতে পারবেন। এর মাধ্যমে অন্যরাও আপনার মাধ্যমে মহিলা সাহাবীদের জীবনী জেনে যাবে। তো চলুন কয়েক জন মহিলা সাহাবীদের জীবনী পড়ে নেয়া যাক।

হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ) :

হযরত শায়মা সা’দিয়া বিনতে হারেস (রাঃ) এর আসল নাম হলো হোযাফা। তবে শায়মা বলেই তিনি সবার কাছে পরিচিত ছিল। হোযাফা হলেন নবীজির দুধবোন এবং হারেস ইবনে আবদুল ওয্যা ইবনে রেফা-আর মেয়ে। ইসলাম কিছুটা শক্তি অর্জন করলে একদল আক্রমণকারী নিষ্কর দল বনু হাওয়াজেন গোত্রের ওপর আক্রমণ করে। তখন শায়মা ও হস্তান্তরিত হয় অন্যদের মতো। তখন আ-হযরত এর খেদমতে থাকলে তিনি বলেন আমি আপনার দুধ বোন রাসুলুল্লাহ! 

তখন কিছু প্রমাণ দেখাতে বললে শায়মার চোখে জল চলে আসে। তারপর আ-হযরত কে বসতে দেয়া হলো এবং রাসুলুল্লাহ তাকে বললেন আপনি থাকতে চাইলে আপনি ইজ্জতের সহিত থাকতে পারেন ও কোথাও যেতে চাইলে সেখানেও পোছেঁ দেয়া হবে। তিনি পৌঁছে দেয়াকে পছন্দ করেন। তখনই তিনি ইসলাম গ্রহণ করেন। তারপর রাসুলুল্লাহ তাকে কিছু টাকা, বকরি দিয়ে তাকে বিদায় দেন।

এছাড়া আরো মহিলা সাহাবীদের জীবনী জানতে পুরো পোস্টের সাথে থাকুন। আশা করি আপনারা আজকের পোস্ট এর মহিলা সাহাবীদের জীবনী ও মহিলা সাহাবীদের ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি মহিলা সাহাবীদের জীবনী সম্পর্কে না বুঝেন তাহলে আরো ভালো ভাবে পোস্টটি পড়ুন। এছাড়াও আরো জানতে পারবেন নিচের প্যারায় মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে। মহিলা সাহাবীদের অবদান ও মহিলা সাহাবীদের কাহিনী আমরা ধাপে ধাপে জানবো।

মহিলা সাহাবীদের অবদান - মহিলা সাহাবীদের কাহিনী 

ইসলামের মধ্যে পুরুষ সাহাবীদের মতো মহিলা সাহাবীদের অবদান রয়েছে। সে মহিলা সাহাবীদের কাহিনী গুলো আজকে জানবো। তারা ইসলামের জন্য অনেক কিছু করেছেন। পুরুষ এর ন্যায় তারাও নানা ভাবে ইসলাম প্রচারে সচেষ্ট ছিল। তো আমাদের মধ্যে যারা রয়েছেন যে মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানেন না বা মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে তাদের জন্য আজকের পোস্টের 'মহিলা সাহাবীদের অবদান' এই প্যারাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জানার জন্য এই টপিকটি মনোযোগ সহকারে পড়ুন। মহিলা সাহাবীদের অবদান গুলো হলো-

ইসলাম ও সমাজ প্রতিষ্ঠায় যিনি বিশেষ ভাবে মহিলা সাহাবীদের অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হলো হজরত খাদিজা বিনতে খুওয়াইদিল (রা.)। তিনি নবয়তের পূর্বে নিজের সম্পত্তি অসহায়দের জন্য বিলিয়ে দিয়েছেন। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নে সদা ভূমিকা রেখেছেন। আরেকজন সাহাবী হলো হজরত ফাতেমা বিনতে খাত্তাব (রা.) যিনি মহিলা সাহাবীদের অবদান এর মধ্যে অন্যতম। তিনি আরবের নারীদের কে অশালীন ও বিভিন্ন অপকর্ম থেকে বাচিয়ে রাখতে অধিক ভূমিকা রাখেন। 

আরো পড়ুনঃ ১০০টির বেশি কুরবানি ঈদের বয়ান

মহিলা সাহাবীদের অবদান এ যিনি অনন্য অবদান রেখেছে তার মধ্যে একজন হলো  সুমাইয়া বিনতে খায়্যাত (রা.)। তিনি দ্বীনের জন্য প্রথম শাহাদাত বরণকারী নারী। এছাড়াও আরে অনেক সাহাবী আছে যারা মহিলা সাহাবীদের অবদান এর মধ্যে খ্যাত। আশা করি আপনারা আজকে মহিলা সাহাবীদের অবদান সম্পর্কে জেনেছেন। এছাড়াও মহিলা সাহাবীদের অবদান ও মহিলা সাহাবীদের কাহিনী এবং মহিলা সাহাবীদের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টের সাথে থাকুন। 

মহিলা সাহাবীদের গুরুত্ব

ইসলামে মহিলা সাহাবীদের গুরুত্ব অনেক রয়েছে। তারা ইসলামে পুরুষ এর মতো অনেক ভূমিকা পালন করেছে। মহিলা সাহাবী গণ ইসলামের পথে নারীদের কে আনতে সবসময় সচেষ্ট ছিল। তারা নারীদের অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই এদের গুরুত্ব ইসলামের মধ্যে অতুলনীয়। এদের মাধ্যমে অধিকাংশ নারী নিজেদের ধর্মের সম্পর্কে সঠিক জ্ঞান পেয়েছে। তাই মহিলা সাহাবীদের অবদান ও মহিলা সাহাবীদের গুরুত্ব অনন্য হয়ে থাকবে। নিশ্চয়ই মহিলা সাহাবীদের গুরুত্ব কতটুকু তা বুঝতে পেরেছেন।

মহিলা সাহাবীদের নিয়ে শেষকথা

মহিলা সাহাবীগণ ইসলাম প্রচারে ও ইসলাম কে সঠিক ভাবে গড়ে তুলতে অনবরত কষ্ট করে গিয়েছে। উপরে মহিলা সাহাবীদের জীবনী, মহিলা সাহাবীদের অবদান, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা এগুলো থেকে সম্পূর্ণ তথ্য পাবেন। 
নিশ্চয়ই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ও কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 18801

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া