jannatbd.com https://www.jannatbd.com/2022/12/blog-post_35.html

কাপড় কাচার সাবানের মূল উপাদান - কাপড় কাচার সাবানের সংকেত কি

আজকের আপনারা জানতে পারবেন কাপড় কাচার সাবানের মূল উপাদান ও  কাপড় কাচার সাবানের সংকেত কি তা সম্পর্কে। তো যারা কাপড় কাচার সাবানের মূল উপাদান ও  কাপড় কাচার সাবানের সংকেত কি তা জানতে চান এই পোস্টটি পড়ুন। তো চলুন জেনে নিই কাপড় কাচার সাবানের মূল উপাদান ও  কাপড় কাচার সাবানের সংকেত কি সে সম্পর্কে। 

পোস্ট সূচিপত্রঃ

কাপড় কাচার সাবানের মূল উপাদান 

আমাদের নৃত্য প্রয়োজনীয় ব্যবহারকৃত দ্রব্যের মধ্যে সাবান অন্যতম। আমরা আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন কিছু পরিস্কার করতে সাবান ব্যবহার করে থাকে। বিশেষ করে আমরা বেশিরভাগ কাপড় কাচার জন্য সাবান ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি কাপড় কাচার সাবানের মূল উপাদান সম্পর্কে? 

আশা করি আমাদের মধ্যে প্রায় লোকেই জানি না কাপড় কাচার সাবানের মূল উপাদান কি তা সম্পর্কে। তো যাদের মনে ভাবনা রয়েছে কাপড় কাচার সাবানের মূল উপাদান কও তা নিয়ে। তারা আজকের পোস্টের মাধ্যমে জেনে নিতে পারবে যে কাপড় কাচার সাবানের মূল উপাদান কোন গুলো। তো চলুন আর দেরি না করে আমরা জেনে আসি কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো সম্পর্কে। 

সাবান হলো মূলত উচ্চতর ফ্যাটি এসিড জাতীয় সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট। এখানে সোডিয়াম হলো গায়ে মাখার সাবান ও পটাশিয়াম হলো মূলত কাপড় কাচার সাবান। এখন কথা হলো কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো কি। আপনারা যারা কাপড় কাচার সাবানের মূল উপাদান সম্পর্কে জানেন না তারা মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি নিমিষেই জানতে পারবেন কাপড় কাচার সাবানের মূল উপাদান সম্পর্কে। কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো হলো কষ্টিক সোডা, পাম অয়েল, ডালডা অয়েল। এগুলো ছাড়াও কাপড় কাচার সাবানের মূল উপাদান হিসেবে লাগবে সোডিয়াম সিলিকেট ও পানি। 
কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো আপনি যেকোনো মুদি দোকানে বা বাজারে পেয়ে যাবেন। আপনি যদি কাপড় কাচার সাবানের মূল উপাদান হিসবে এসব উপকরণ গুলো রেডি করে নিতে পারেন বাজার থেকে তাহলে কাপড় কাচার সাবান তৈরি করতে আপনার আর তেমন একটা ঝামেলায় পড়তে হবে না। আশা করি আপনারা কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো কি তা এই পোস্ট পড়ার মাধ্যমে জানতে পেরেছেন। এমনকি আপনার মনে যে সংশয় ছিল কাপড় কাচার সাবানের মূল উপাদান নিয়ে তা নিশ্চয়ই দূর হয়েছে। পরবর্তীতে আমরা কাপড় কাচার সাবানের সংকেত নিয়ে জানবো।

কাপড় কাচার সাবানের সংকেত

আমরা অনেকে আছি কাপড় কাচার সাবান চিনলেও কাপড় কাচার সাবানের সংকেত সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তো আমরা যারা কাপড় কাচার সাবানের সংকেত সম্পর্কে জানতে চাই বা কাপড় কাচার সাবানের সংকেত কি সেটা জানি না তাদের জন্য এই " কাপড় কাচার সাবানের সংকেত " প্যারাটি অনেক হেল্পফুল হবে। তবে আপনাকে কাপড় কাচার সাবানের সংকেত জানতে হলে অবশ্যই মন দিয়ে আর্টিকেলটি পড়তে হবে। 

তা না হলে আপনি কখনোই কাপড় কাচার সাবানের সংকেত মনে রাখতে পারবেন না। কারণ আমরা জানি যে কোনো জিনিসের সংকেত গুলো একটু কঠিন হয় যা মনে রাখতে পারা কষ্টকর। তো চলুন দেখে নিই কাপড় কাচার সাবানের সংকেত। 

কাপড় কাচার সাবানের সংকেত হলো C17H35COONa । এছাড়াও আরো কিছু সাবান রয়েছে যেগুলোর সংকেত হলো সোডিয়াম স্টিয়ারেট C17H35COONa, পটাসিয়াম স্টিয়ারেট C17H35COOK, সোডিয়াম পামিটেড C15H31COONa, সোডিয়াম অলিয়েট C17H33COONa । এগুলো একেকটি এক এক কাজে ব্যবহার করা হয়। তবে আমরা যে সাবান গুলো বেশি ব্যবহার করে থাকি কাপড় কাচার জন্য সেগুলো হলো সোডিয়াম ও পটাশিয়াম স্টিয়ারেট। 

তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা কাপড় কাচার সাবানের সংকেত সম্পর্কে অবগত হয়েছেন। আশা করি কাপড় কাচার সাবানের সংকেত নিয়ে আর কোনো দ্বিধা থাকবেনা। তাহলে এখন আপনাকে কেউ যদি বলে কাপড় কাচার সাবানের সংকেত সম্পর্কে বলতে তাহলে আপনি নিমিষেই বলে দিতে পারবেন কাপড় কাচার সাবানের সংকেত কি সেটি। পরবর্তীতে আমরা কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম সম্বন্ধে জানবো।

কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম

আমরা এখন জানবো কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম সম্বন্ধে। আর যারা কাপড় কাচার সাবানের সংকেত সম্পর্কে জানতে চান তাহলে পূর্বের প্যারাটি পড়ে আসেলতে পারেন। আমাদের আলোচ্য বিষয় হলো কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম কি? কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। এটি সাবান তৈরিতে ব্যবহার হয়। 
CAS 822-16-2 প্রসাধনীতে ইমালসিফায়ার হিসেবে সাবান তৈরিতে সোডিয়াম স্টিয়ারেট ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই আপনারা কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম সম্বন্ধে ধারণা পেয়েছেন। এখন আপনি যেখানেই দেখবেন কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম কি তাহলে আপনি নির্দ্বিধায় উত্তর দিয়ে দিতে পারবেন।

কাপড় কাচার সাবানের মেশিন 

কাপড় কাচার সাবানের মেশিন হিসেবে তেমন একটা খরচ নেই বললেই চলে। কারণ কাচার সাবানের মেশিন রয়েছে শুধুমাত্র একটি যেটা দিয়ে আপনি সাবান তৈরি করতে পারবেন। মেশিন টি হলো মিক্সিার মেশিন৷ এই মেশিনটি আপনি বাজার থেকে ৪০-৮০ টাকা মধ্যে পেয়ে যাবেন। এছাড়া আর যে জিনিস লাগবে সেগুলো হলো ছাচ ও পাত্র। কাপড় কাচার সাবানের মেশিন হিসেবে এগুলোরই ব্যবহার হয়। 

তাহলে আপনারা কাপড় কাচার সাবানের মেশিন গুলো সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তীতে আমরা কাপড় কাচার সাবান তৈরি সম্বন্ধে জানবো। এছাড়াও আপনি উপরের প্যারা থেকেকাপড় কাচার সাবানের সংকেত ও কাপড় কাচার সাবানের মূল উপাদান গুলো জেনে নিতে পারেন।

কাপড় কাচার সাবান তৈরি 

আপানারা যারা কাপড় কাচার সাবান তৈরি সম্পর্কে জানতে চান তারা এই পোস্টের মাধ্যমে কাপড় কাচার সাবান তৈরি কিভাবে করে জেনে নিন। কাপড় কাচার সাবান তৈরি করার জন্য মিক্সার মেশিনে সব উপকরণ দিয়প মিক্সিং করা হয়। মিক্সিং করা হয়ে গেলে সেগুলো কে হাত বা বিভিন্ন মাধ্যমে ওজন মেপে আকৃতি দেওয়া হয়। এর পর সেগুলো কে শুকাতে দেওয়া হয়। সাবান গুলো শুকিয়ে গেলে প্যাকেটজাত করা হয়। 
তো নিশ্চয়ই আপনারা কাপড় কাচার সাবান তৈরি কিভাবে হয় তা জানতে পেরেছেন। আশা করি কাপড় কাচার সাবান তৈরি সম্পর্কে আর কোনো সমস্যা দেখা দিবে না। 18801

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া