কোষ প্রাচীর কাকে বলে বাংলায়
কোষ প্রাচীর কাকে বলে বাংলায় তা নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। কোষ সম্বন্ধে আমাদের প্রত্যেকের ই মোটামুটি কম বেশি ধারণা রয়েছে। কিন্তু কোষ প্রাচীর কাকে বলে বাংলায় তা অনেকেই জানেন না। তাই আজকের এই আর্টিকেলে আমি বলবো কোষ প্রাচীর কাকে বলে বাংলায়।
কোষ প্রাচীর কাকে বলে বাংলায় ছাড়াও এই আর্টিকেলে আপনি আরো জানতে পারবেন যে বিষয়ে তা হলো কোষ প্রাচীর কোন ধরনের পর্দা, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোষ প্রাচীর এর ভৌত গঠন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর এর কাজ কি।
পেজ কনটেন্ট সূচিপত্র: কোষ প্রাচীর কাকে বলে বাংলায়
- কোষ প্রাচীর কাকে বলে বাংলায়
- কোষ প্রাচীর কোথায় থাকে
- কোষ প্রাচীর কে আবিষ্কার করেন
- কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত
- ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত
- কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য
- কোষ প্রাচীর এর কাজ কি
- শেষ কথা
কোষ প্রাচীর কাকে বলে বাংলায়। কোষ প্রাচীর কোন ধরনের পর্দা
কোষ প্রাচীর কাকে বলে বাংলায় এবং কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তা নিয়ে এখন আমি আলোচনা করব। কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তা জানার আগে আপনি জানতে পারবেন কোষ প্রাচীর কাকে বলে বাংলায় চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর কাকে বলে বাংলায় এবং কোষ প্রাচীর কোন ধরনের পর্দা।
কোষ প্রাচীর কাকে বলে বাংলায়
প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত ও আবরণ দিয়ে আবৃত থাকে। এই শক্ত ও জড় আবরণ কে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীরকে অনেক সময় জড় প্রাচীর ও বলা হয়। কারণ কোষ প্রাচীরের কোনো চলন, বিপাক বা বিক্রিয়া নেই। এই কোষ প্রাচীর শুধু মাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এরপর জানবো কোষ প্রাচীর কোন ধরনের পর্দা।
কোষ প্রাচীর কোন ধরনের পর্দা
কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তার উত্তর হলো কোষপ্রাচীর পুরু ও ভেদ্য পর্দা। এর মধ্য দিয়ে যেকোনো উপাদান ই চলাচল করতে পারে। যেকোনো দ্রবণের দ্রব্য এবং দ্রাবক উভয় ই এর মধ্য দিয়ে চলাচল করতে পারে।
কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তা হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরো জানতে পারবো কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত, কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর এর ভৌত গঠন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর এর কাজ কি।
কোষ প্রাচীর কোথায় থাকে
কোষ প্রাচীর কোথায় থাকে তা বুঝতে হলে মনোযোগ সহকারে পড়তে হবে। কেননা আমি এখন বলবো কোষ প্রাচীর কোথায় থাকে। চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর কোথায় থাকে। কোষ প্রাচীর কোথায় থাকে:
কোষ প্রাচীর কোথায় থাকে তার উত্তর হলো উদ্ভিদ কোষে মধ্য পর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে কোষ প্রাচীর অবস্থিত। ছত্রাকেও কোষ প্রাচীর আছে। এককোষী উদ্ভিদ বা ব্যাকটেরিয়াতে কোষ ঝিল্লির বাইরে জড় প্রাচীরে অবস্থিত। প্রাণী কোষের বাইরের অংশ হলো কোষ ঝিল্লি। আর উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির পরেই কোষ প্রাচীর থাকে।
আরো পড়ুন: ৯ উপায়ে কিভাবে সুন্দর হওয়া যায়- রাতারাতি ফর্সা হওয়ার উপায়
আশাকরি কোষ প্রাচীর কোথায় থাকে তা বুঝতে পেরেছেন। এছাড়াও কোষ প্রাচীর কাকে বলে বাংলায়, কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তা পূর্বেই বলা হয়েছে। এরপর আরো জানতে পারবেন কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত, কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর এর ভৌত গঠন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর এর কাজ কি।
কোষ প্রাচীর কে আবিষ্কার করেন
কোষ সম্বন্ধে আমরা অনেকেই তো কম বেশি জানি। কোষ প্রাচীর কোথায় থাকে সেটা আপনাকে বলা হয়েছে। কিন্তু আপনি কি জানেন কোষ প্রাচীর কে আবিষ্কার করেন। অনেক শিক্ষার্থীরাই জানেনা কোষ প্রাচীর কে আবিষ্কার করেন। আবার কেউ কেউ গুগলে সার্চ করে থাকেন কোষ প্রাচীর কে আবিষ্কার করেন। চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর কে আবিষ্কার করেন। কোষ প্রাচীর কে আবিষ্কার করেন:
বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে অনুবীক্ষণ যন্ত্রে যে কোষ টি দেখেছিলেন সেটি ছিল আসলে কোষ প্রাচীর। তিনি কোষ প্রাচীর টিকেই ভেবেছিলেন কোষ। কিন্তু আসলে সেটি কোনো কোষ ছিল না সেটি ছিল কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কে আবিষ্কার করেন এই প্রশ্নের উত্তর হবে বিজ্ঞানী রবার্ট হুক কোষ প্রাচীর আবিষ্কার করেন।
গুগলে যারা কোষ প্রাচীর কে আবিষ্কার করেন লিখে সার্চ দেন আশাকরি কোষ প্রাচীর কে আবিষ্কার করেন প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কোষ প্রাচীর কাকে বলে বাংলায়, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর কোন ধরনের পর্দা এই প্রশ্নের উত্তর জানতে উপরের দিকে দেখুন। কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত এবং কোষ প্রাচীর এর ভৌত গঠন কেমন এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর এর কাজ কি তা জানতে আমাদের সাথেই থাকুন।
কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। কোষ প্রাচীর এর ভৌত গঠন
শিক্ষার্থীদের জন্য খুব ই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত প্রশ্নের উত্তরটি বইয়ে অনেক কঠিন করে লেখা। তাই কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত তা এখন সহজ ভাষায় বলবো। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত তা জানতে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত:
কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত তা ২ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: কোষ প্রাচীর এর ভৌত গঠন এবং দ্বিতীয় টি হলো রাসায়নিক গঠন। কোষ প্রাচীর এর ভৌত গঠন হলো কোষ প্রাচীরের সাধারণ গঠন। আর রাসায়নিক গঠন হলো কোষ প্রাচীরে এর ভিতরে কি কি রাসায়নিক পদার্থ আছে সেগুলো ই হলো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। শুরুতেই জানবো কোষ প্রাচীর এর ভৌত গঠন।
কোষ প্রাচীর এর ভৌত গঠন
উদ্ভিদ কোষের মাঝ বরাবর একটি পর্দা থাকে। এটি হলো মধ্য পর্দা। একটি কোষ প্রাচীর যতটুকু জায়গাজুড়ে বিস্তৃত ততটুকু জায়গা ই এই কোষ প্রাচীর থাকে। সকল উদ্ভিদের কোষ প্রাচীরে দেখা যায় মধ্য পর্দার উপরে একস্তর বিশিষ্ট একটি প্রাচীর সৃষ্টি হয়। একে বলা হয় প্রাথমিক প্রাচীর। ট্রাকিড এবং ফাইবার উদ্ভিদে প্রাথমিক প্রাচীরের ওপরে আরো ৩ স্তর বিশিষ্ট একটি পর্দা সৃষ্টি হয়। একে বলা হয় গৌণ প্রাচীর।
আরো পড়ুন: আপনার শরীর যে অসাধারণ তার কিছু বিশেষ প্রমাণ
কোষ প্রাচীর সম্পূর্ণ অবিচ্ছিন্ন নয়। কিছু কিছু জায়গায় গিয়ে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। যেসব জায়গায় বিচ্ছিন্ন হয়েছে সেসব জায়গায় ফাঁকা সৃষ্টি হয়। একে পিট পেয়ার বলে। এই ছিল আমাদের কোষ প্রাচীর এর ভৌত গঠন। আশা করি কোষ প্রাচীর এর ভৌত গঠন বুঝতে পেরেছেন। কোষ প্রাচীর এর ভৌত গঠন এর পর্ব শেষ এখন আমরা জানবো কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত তার দ্বিতীয় পর্ব। এটি হলো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন এর পরে জানবো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত।
রাসায়নিক গঠন
কোষ প্রাচীরের ভৌত গঠনের চেয়ে রাসায়নিক গঠন কিছুটা কঠিন। এখন আমি রাসায়নিক গঠনকে সহজভাবেই ব্যাখ্যা করুন। কোষ বিভাজনের দিকে তাকালেই দেখা যাবে একটি কোষের দুই ধরনের বিভাজন ঘটে। কোষ বিভাজন যখন প্রফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই পাঁচটি ধাপ অতিক্রম করে। তখন তার একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন।
কিন্তু নিউক্লিয়াস তৈরি হলেও যতক্ষণ না দুটি নিউক্লিয়াসের মাঝখানে একটি প্রাচীর তৈরি হচ্ছে তখন তাকে আমরা দুটি কোষ বলতে পারব না। সেজন্যই টেলোফেজ ধাপে গিয়ে দুটি নিউক্লিয়াসের মাঝখানে একটি প্রাচীর তৈরি হয়। আর কোষ প্রাচীর তৈরি হওয়ার সময় একটি পাতলা পর্দা সৃষ্টি হয়। এরপর সেখানে আরো কিছু পদার্থের যুক্ত হয়। আর এভাবেই কোষ প্রাচীর গঠিত হয়।
এখন জানবো সেই রাসায়নিক পদার্থ গুলোর ব্যাপারে যেগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। প্রথমে কোষের ভিতরে সাইটোপ্লাজম থেকে একটি পদার্থ আসে যার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এরপর গলগি বডি থেকে আসে প্যাকটিন। এই রাসায়নিক পদার্থ গুলোর নাম কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য দেখলেও সেখানে দেখা যাবে। এখানে প্যাকটিন হিসেবে প্যাকটিক আ্যাসিড। এরপর এর উপর আসে সেলুলোজ, হেমি সেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন এসে যুক্ত। এরপর কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর গঠিত হবে।
ট্রাকিড এবং ফাইবার এর কোষ প্রাচীরের উপর ও আরো তিনটি স্তর এসে যুক্ত। এই উদ্ভিদ দুটিতে প্রাথমিক প্রাচীর গঠিত হবার পরেও অতিরিক্ত লিগনিন এবং সুবেরিন যুক্ত হয়। কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য তেও এই রাসায়নিক পদার্থ গুলোর নাম বলা হয়। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত তা আপনাকে এতক্ষনে বলা হয়েছে। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত আশাকরি তা বুঝতে পেরেছেন।এখন আমি বলবো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত তা সম্পর্কে।
আরো পড়ুন: গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জাম খাওয়ার ১০টি উপকারিতা
কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর কোন ধরনের পর্দা তা জানতে উপরের দিকে যান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত এটি দেখা যায় অনেক শিক্ষার্থীরাই জানেন না। এখন আমি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দিবো। চলুন তাহলে দেখে নেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত।
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত
এখন দেখে নিব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ কোষেরই গাঠনিক উপাদানের মধ্যে প্রধান হচ্ছে সেলুলোজ। শুধুমাত্র দুইটি ব্যতিক্রম রয়েছে। এগুলো হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মিউকোপ্যাকটাইড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত।
কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত এই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হয়েছে। আশাকরি কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত তার ২ টি পর্ব যথাক্রমে কোষ প্রাচীর এর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত তা বুঝতে পেরেছেন।
এছাড়াও আপনাকে আরো বলা হয়েছে কোষ প্রাচীর কাকে বলে বাংলায়, কোষ প্রাচীর কোথায় থাকে। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাকে আরো বলা হয়েছে কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর কোন ধরনের পর্দা। পরবর্তীতে আমরা আরো জানতে পারবো কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর এর কাজ কি।
কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য
কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য কি তা জানতে মনোযোগ সহকারে পড়ুন। কেননা এখন আমি বলবো কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য গুলো কী। কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য গুলো কী সেগুলো খুব ই সহজ ভাষায় এখানে উপস্থাপন করা হয়েছে। চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য গুলো কী। কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য:
- কোষ প্রাচীর তিনটি ভিন্ন স্তরে বিভক্ত
- কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্রযুক্ত অংশ বা কূপ থাকে
- কোষ প্রাচীরে সেলুলোজ, লিগনিন, পেকটিন, হেমি সেলুলোজ, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ রয়েছে
- দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সংযোগস্থলে নলাকার প্লাজমাটেজমাটা থাকে
পরবর্তীতে আমরা জানবো কোষ প্রাচীর এর কাজ কি। কোষ প্রাচীর এর কাজ কি তা জানতে আমাদের সাথেই থাকুন।
কোষ প্রাচীর এর কাজ কি
কোষ প্রাচীর এর কাজ কি তা জানতে এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা এখন আমি বলবো কোষ প্রাচীর এর কাজ কি। কোষ প্রাচীর এর কাজ কি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় ই দেখা যায় কোষ প্রাচীর এর কাজ কি প্রশ্নটি পরীক্ষায় আসে। চলুন তাহলে দেখে নেই কোষ প্রাচীর এর কাজ কি। কোষ প্রাচীর এর কাজ কি:
- কোষ প্রাচীর এর কাজ কি তার প্রধান কাজ হলো উদ্ভিদ কোষ কে আকৃতি প্রদান করা, দৃঢ়তা প্রদান এবং বাইরের আঘাত থেকে রক্ষা করা
- কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করা
- পাশাপাশি দুটি কোষকে পরস্পর হতে পৃথক রাখা
- পানি ও খনিজ লবণ শোষণের সাহায্য করে
শেষ কথা: কোষ প্রাচীর কাকে বলে বাংলায়
আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কোষ প্রাচীর কাকে বলে বাংলায়। এছাড়াও আমরা আরো জেনেছি কোষ প্রাচীর কোন ধরনের পর্দা, কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর কে আবিষ্কার করেন, কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কোষ প্রাচীর এর ভৌত গঠন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর এর কাজ কি। আজকে এই পর্যন্তই ধন্যবাদ। ২২০৭০
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন