কাপড় কাচার সোডার সংকেত কি - কাপড় কাচার সোডার রাসায়নিক নাম
প্রিয় পাঠকগণ! আজকের পোস্টে আপনারা জানতে পারবেন কাপড় কাচার সোডার সংকেত কি ও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে। তো যারা কাপড় কাচার সোডার সংকেত কি ও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম জানতে চান তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই কাপড় কাচার সোডার সংকেত কি ও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ
- কাপড় কাচার সোডা কি
- কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি
- কাপড় কাচার সোডার সংকেত কি
- কাপড় কাচার সোডার রাসায়নিক নাম
- কাপড় কাচার সোডার ব্যবহার
কাপড় কাচার সোডা কি
কাপড় কাচার সোডা হলো একটি অজৈব রাসায়নিক যৌগ যেটি সাধারণত কাপড় পরিস্কার করার কাজে প্রয়োজন হয়। কাপড় কাচার সোডা ওয়াশিং সোডা, সোডা অ্যাশ ও সোডা ক্রিস্টাল নামেও পরিচিত। মূলত সোডা অ্যাস এর 1 অণুর সাথে 10 অণু পানি কে রাসায়নিকভাবে যুক্ত করা হলে তাকে কাপড় কাচার সোডা বলে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কাপড় কাচার সোডা কি সে সম্পর্কে। পরবর্তীতে আপনারা কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি ও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে জানতে পারবেন।
কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি
আমরা কমবেশি সবাই কাপড় কাচার সোডার ব্যবহার করি। এর ব্যবহারের ফলে কাপড় কিন্তু ভালোই পরিস্কার হয়। যার ফলে আমরা এটি দেখার পর অনেকের মনে মনে প্রশ্ন আসতে পারে যে কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি সেটি জানার। কিন্তু আমরা প্রায় লোকেরা জানি না কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি। তো যারা কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি তা জানেন আজকের পোস্টটি পড়ে জেনে নিতে পারবেন কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি সেই সম্পর্কে বিস্তারিত। তো চলুন জেনে নিই কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি সেটি।
গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবনের মধ্যে কার্বন ডাই অক্সাইড অধিক পরিমান চালনা করলে সোডিয়াম কার্বনেট ও পানি উৎপন্ন হয়। অর্থাৎ কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি তা আপনি হয়তো বুঝতে পারছেন কি থেকে কাপড় কাচার সোডা তৈরি হয়। এর জন্য দরকার গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম হাউড্রোক্সাইড এর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড কে চালনার ফলে কাপড় কাচার সোডার তৈরি হয়।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি সেটি। কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি এটি ছাড়াও আপনি যদি কাপড় কাচার সোডার রাসায়নিক নাম জানতে চান তাহলে পরবর্তী প্যারা অনুসরণ করুন।
কাপড় কাচার সোডার সংকেত কি
এই প্যারায় আপনারা কাপড় কাচার সোডার সংকেত কি তা সম্পর্কে জানতে পারবেন। তবে আপনি যদি কাপড় কাচার সোডা কি এবং কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি তা না জেনে থাকেন তাহলে আগের প্যারাগুলো পড়ে নিতে পারেন। আমরা সবাই তো কাপড় কাচার সোডা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি কাপড় কাচার সোডার সংকেত কি সেটা। কাপড় কাচার সোডার সংকেত হলো Na2CO3.10H20 ।
গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবনের মধ্যে কার্বন ডাই অক্সাইড অধিক পরিমান চালনা করলে সোডিয়াম কার্বনেট ও পানি উৎপন্ন হয়। এই উৎপন্ন সোডিয়াম কার্বনেট পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচার সোডা তৈরি করে। নিশ্চয়ই আপনারা কাপড় কাচার সোডার সংকেত কি সেটা জানতে পেরেছেন। আশা করি কাপড় কাচার সোডার সংকেত কি সেটা মনে থাকবে। তাছাড়া আপনি যদি কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে জানতে চান তাহলে পরবর্তী প্যারায় লক্ষ্য রাখুন।
আরো পড়ুনঃ ব্লাড ক্যান্সার হলে কি হয় - এ থেকে মুক্তির উপায়
কাপড় কাচার সোডার রাসায়নিক নাম
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি ও অন্যান্য বিষয় সম্পর্কে। আমরা যারা কাপড় কাচার সোডার রাসায়নিক নাম জানি না তাদের জন্য আজকের এই " কাপড় কাচার সোডার রাসায়নিক নাম " প্যারাটি অনেক হেল্পফুল হবে। আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে জানতে পারবেন।
কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। কাপড় কাচার সোডা কস্টিক পাউডার, সাবান, ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট কে Na2CO3,1OH2O আকারে প্রকাশ করা হয়। তো নিশ্চয়ই আপনারা কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে জেনে গিয়েছেন। আপনি যদি কাপড় কাচার সোডার রাসায়নিক নাম মনে রাখতে না পারেন তাহলে ভালো ভাবে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম পড়ুন। তাহলে আপনি পরবর্তীতেও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সম্পর্কে অবগত থাকতে পারবেন।
কাপড় কাচার সোডার ব্যবহার
প্রাচীন কাল থেকেই কাপড় কাচতে কাপড় কাচার সোডার ব্যবহার করে আসছে মানুষেরা। কাপড় কাচার সোডার ব্যবহার এর ফলে কাপড় থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যায়। তাই মানুষ এখনো পর্যন্ত কাপড় কাচার সোডার ব্যবহার চালিয়ে যাচ্ছে। এছাড়া কস্টিক পাউডার, সাবান ও কাচ তৈরিতে কাপড় কাচার সোডার ব্যবহার হয়। পরীক্ষাগারে বিকারক হিসেবে কাপড় কাচার সোডার ব্যবহার করা হয়।
আরো পড়ুনঃ টিউমার ভালো করার ৯টি উপায়
পরিশেষে আপানরা নিশ্চয়ই আজকের পোস্টের কাপড় কাচার সোডার প্রধান উপাদান কি ও কাপড় কাচার সোডার রাসায়নিক নাম সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 18801
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন